Letra de Bones To Water
তুমি আমি অজানায় হারিয়ে
ছুটে যাই নীলিমার ঐ
স্বপ্নের আড়ালে
তোমার আমার ভাঙা
স্বপ্নে
আজ কাছে আসার মিথ্যে
আশায় পুড়ে মড়ছি দু'জনে
যেন ভালোবাসায় একি
আশায় মিলে-মিশে আজ একি
রঙে ।
স্বপ্ন তো আর স্বপ্ন নয়
স্বপ্ন আজও কল্পনা
মিথ্যে আশার ভালবাসায়
নতুন এক রূপকথা
মিথ্যে যতই হোক না তা
ভালবাসার প্রত্যাশা...
কেন তবে অকারণে মিথ্যে
স্বপ্নের প্রতিক্ষায়
তাই ফিরে আশার
প্রত্যাশায় আজ গুনছি
প্রহর দুজনে ...
তবে চলো মোরা ভালবাসা
গড়ে তুলি এই ভুবনে ।